প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

| আপডেট :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৪৪  | প্রকাশিত :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৪৪

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ উপজেলা নির্বাহীগণ, জন প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। এসময় টুঙ্গিপাড়ায় দুই দিনব্যাপী আলোচনা সভা ও ৭ দিনব্যাপী আন্তর্জাতিক লোকজ মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সফর উপরক্ষে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত