কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ

| আপডেট :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫১  | প্রকাশিত :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫১

বাদল সাহা. গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৩০জন চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নব নির্বাচিত ৩০জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার শপথ নেন নব নির্বাচিত চেয়ারম্যানগণ।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: রুহুল আমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর কাশিয়ানী উপজেলার ১৪ ইউনিয়নে ও ২৮ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত