ফরিদগঞ্জের ৫নং গুপ্টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর উঠান বৈঠক

| আপডেট :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫৮  | প্রকাশিত :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫৮

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মান্নান এর উঠান বৈঠক হয়। অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব আব্দুল হান্নান ভূঁইয়া, ব্যবসায়ী মোঃ দুলাল মোল্লা, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক মোঃ সালাহউদ্দিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমন্ত্রীত অতিথির বক্তব্যে জনাব আব্দুল হান্নান ভূঁইয়া বলেন, আপনারা বিগত দিনের কাজের উপর খেয়াল রেখে আপনাদের ভোট দিবেন।

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মান্নান বলেন, এলাকার লোকজন এবার আমাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চেয়েছেন বলেই আমার নির্বাচনে আসা। তিনি আরো বলেন, যদি আমি ভোটে নির্বাচিত হই তাহলে এলাকার উন্নয়নমূলক সকল কাজ এলাকার মানুষদেরকে পাশে রেখেই করবো ইনশাআল্লাহ।

আজকের সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির আহবায়ক জনাব আমির হোসেন ভূঁইয়া।

সমাপনী বক্তব্যে আমির ভূঁইয়া বলেন, আমরা চাই একটি সুষ্ঠ নির্বাচন। তাই আমরা উক্ত আহবায়ক কমিটির সকলে মিলে অনিয়মে রুখে দাড়াবো। বর্তমান সরকারের আমলে কেন্দ্র দখলের কোন সুযোগ নেই। সবাইকে পাশে থেকে সহযোগিতা করার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত