গোলাম রাব্বানীর উপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

| আপডেট :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯  | প্রকাশিত :  ২৮ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯

মাদারীপুরের রাজৈরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজৈর থানায় মামলা দায়ের করেছেন রাব্বানীর বাবা রশীদ আজাদ। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজৈর ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় এলাকা থেকে মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এদিকে মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে ও মামলার প্রধান আসামি সোহেল মোল্লা ও একই এলাকার জহিরুল মাতুব্বর। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফার রাসেল।

তিনি বলেন, ‘মঙ্গলবার মামলা দায়েরের পরই দুই আসামিকে গ্রেফতার করা হয়। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬ ডিসেম্বর বেলা পৌনে ৩টার দিকে হামলার শিকার হন গোলাম রাব্বানী।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত