এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল

| আপডেট :  ২৯ ডিসেম্বর ২০২১, ০৫:০৯  | প্রকাশিত :  ২৯ ডিসেম্বর ২০২১, ০৫:০৯

আগামীকাল ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একযোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে, অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা মহামারির কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা নয় মাস পিছিয়ে যায়। পরে গেল ১৪ই নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। চলতি বছর সব বোর্ড মিলিয়ে ২২ লাখ ২৭ হাজার ১শ ১৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ৯ মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ নভেম্বর। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।

করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। অন্যান্য বছরের মতো সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে হয় এ পরীক্ষা। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (ম্যাপিং করে) নম্বর দেওয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত