টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষেসরার দৌড়ে আছেন যারা!

| আপডেট :  ৩০ ডিসেম্বর ২০২১, ১০:১১  | প্রকাশিত :  ৩০ ডিসেম্বর ২০২১, ১০:০৯

আগামী মাসে জানা যাবে কে হচ্ছেন আইসিসির বর্ষসেরা টি-২০ খেলোয়াড়। তা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে আইসিসি। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য সেরা চারের তালিকা প্রকাশ করার পর আইসিসি প্রকাশ করেছে বর্ষসেরা টি–টোয়েন্টি খেলোয়াড়ের সেরা চারের তালিকা। সেখানেও রয়েছেন চারজন। যেখানে আবার দু’জন উইকেটকিপার কাম ব্যাটসম্যান আর দুজন অলরাউন্ডার।

তারা হলেন, পাকিস্তানের উইকেটকিপার কাম ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের উইকেটকিপার কাম ব্যাটসম্যান জস বাটলার, শ্রীলঙ্কার স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার মিচেল মার্শ।

পাকিস্তানের উইকেটকিপার কাম ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৩.৬৬ গড়ে ২৯ ম্যাচ থেকে একটি শতকসহ করেছেন ১ হাজার ৩২৬ রান। সর্বোচ্চ রান ১০৪। সেই সঙ্গে ডিসমিসাল রয়েছে ২৪টি। এ বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে রেখেছেন অসাধারণ ভূমিকা। টুর্নামেন্টের তৃতীয় সেরা রান সংগ্রাহকও ছিলেন তিনি।

রিজওয়ান বছরের শুরুতে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক করেছিলেন আর বছর শেষ করেছেন করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের অসাধারণ এক ইনিংসের মধ্যদিয়ে। এছাড়া এক ক্যালেন্ডারে টি-টোয়েন্টিতে করেছেন ২০০০-এর উপর রান।

রিজওয়ানের মতোই ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলারও ছিলেন অসাধারণ ছন্দে। তিনি ১৪টি ম্যাচে ৬৫.৪৪ গড়ে করেছেন ৫৮৯ রান সঙ্গে রয়েছে ১৩টি ডিসমিসাল। রয়েছে একটি শতরানের ইনিংস। সর্বোচ্চ ১০১। এ বারের টি-২০ বিশ্বকাপের ৬টি ম্যাচে মোট ২৬৯ রান করেছিলেন বাটলার।

শ্রীলঙ্কান স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও দুরন্ত ছন্দে রয়েছে। টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ ১৬টি উইকেট নিয়েছিলেন তিনি। এই বছর মোট ২০টি ম্যাচে ১১.৬৩ গড়ে ‍তুলে নিয়েছেন ৩৬টি উইকেট। সেই সঙ্গে ব্যাট হাতে করেছেন ১৯৬ রান।

অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার মিচেল মার্শও ছিলেন দুর্দান্ত ছন্দে। এই বছর ২৭টি ম্যাচ খেলে ৩৬.৮৮ গড়ে করেছেন ৬২৭ রান সঙ্গে নিয়েছেন ৮টি উইকেটও। টি–টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৬১.৬৬ গড়ে ১৮৫ রান করেছেন মার্শ। স্ট্রাইক রেটও ছিল ১৪৬.৮২। তবে শুধু বিশ্বকাপেই নয় মার্শ ধারাবাহিক ছিলেন বছরজুড়েই।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত