এসএসসির ফল প্রকাশ, কোন জেলায় কত পাশের হার
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে মাধ্যমে এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, পরীক্ষার ফলাফল অনলাইনে সবার কাছে পোঁছে যাবে। এর মধ্যে ধাকায় পাশের হার ৯০.১২%। দিনাজপুরে পাশের হার ৯৪.৮০% বলে জানা যায়। সিলেটে পাশের হার ৯৬.৭৮% জিপিএ-৫ পেয়েছে ৪,৮৩৪। চট্রগ্রামে পাশের হার ৯১.১২% জিপিএ-৫ পেয়েছে ১২,১৯১। ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন। গতবার এই পাসের হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে।
একইসঙ্গে ২০২২ সালের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, চলতি বছর বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪ হাজার ৯০৯ জন শিক্ষার্থী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত