টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ বাংলাদেশের

| আপডেট :  ৩০ ডিসেম্বর ২০২১, ১২:৩২  | প্রকাশিত :  ৩০ ডিসেম্বর ২০২১, ১২:৩২

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে যুব এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ দল। গ্রু ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা টাইগার যুবাদের সামনে ‘এ’ গ্রুপের রানার্স আপ দল ভারত। চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। হারায় নেপাল ও কুয়েতকে। তবে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করলেও মাঝপথে বাতিল হয় ম্যাচ দুই আম্পায়ারের কোভিড আক্রান্তের খবরে।

অন্যদিকে ভারত আসরে দুটি ম্যাচ জিতলেও হেরে যায় পাকিস্তানের কাছে।এশিয়া কাপের আগে তিন দলের সিরিজেও বাংলাদেশের কাছে হেরে যায় ভারত।সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়াম যুব এশিয়া কাপের সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

গ্রু ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা টাইগার যুবাদের সামনে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল ভারত। চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। হারায় নেপাল ও কুয়েতকে।

তবে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করলেও মাঝপথে বাতিল হয় ম্যাচ দুই আম্পায়ারের কোভিড আক্রান্তের খবরে।

অন্যদিকে ভারত আসরে দুটি ম্যাচ জিতলেও হেরে যায় পাকিস্তানের কাছে। এশিয়া কাপের আগে তিন দলের সিরিজেও বাংলাদেশের কাছে হেরে যায় ভারত।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : রাকিবুল হাসান (অধিনায়ক), মো. ফাহিম (উইকেট রক্ষক), এস এম মেহেরব, আইচ মোল্লা, মাহফিজুল ইসলাম, আশিকুর জামান, প্রান্তিক নওরোজ নাবিল, আরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাইমুর রোহমান, আবদুল্লাহ আল মামুন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত