নিজস্ব অর্থায়নে রাস্তার কাজ করলেন মেম্বার জিসান হায়দার উজ্জল
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের নব নির্বাচিত মেম্বার জনাব জিসান হায়দার উজ্জল খিল মার্কেট পুলের ঢালের ভাংগা রাস্তা টুকু নিজস্ব অর্থায়নে করে দিলেন। তিনি নির্বাচিত হবার আগেই বলেছিলেন এলাকাবাসীর সাথে থেকেই ছোট বড় সকল কাজ করে যাবেন। তারই ধারাবাহিকতায় তিনি এই কাজটি করে দিলেন।
এসময় অত্র এলাকার মুরুব্বিরা সাথে ছিলেন। এলাকার মুরুব্বিরা তার এই কাজকে সাধুবাদ জানান। তারা আরো বলেন, এভাবেই যদি প্রতিটি মেম্বার কাজ করে যায় তাহলে আগামীতে কাশীপুর ইউনিয়ন হবে একটি উন্নত শহর।
পরিশেষে জিসান হায়দার উজ্জল বলেন, আপনারা আমার পাশে থাকলে আমি আগামীতেও ছোট বড় সকল কাজ করে যাবো।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত