পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

| আপডেট :  ৩০ ডিসেম্বর ২০২১, ১০:১৯  | প্রকাশিত :  ৩০ ডিসেম্বর ২০২১, ১০:১৫

ইমরান হোসেন, পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে গত মঙ্গলবার ২৮ ডিসেম্বর জেলা বিএনপির সমাবেশ শুরুর আগে ও পরে দফায় দফায় হামলায় ১৪৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি। পটুয়াখালী পৌরশহরের বনানী বিএনপির দলীয় কার্যালয়ে দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় ফরমায়েশি আদেশে গৃহবন্দী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গত মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশুপার্কে জেলা প্রশাসনের অনুমতি ক্রমে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভা শুরুর পূর্বে তথাকথিত আওয়ামী সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্র শস্ত্র ও লাঠিসোটা নিয়ে জয়বাংলা স্লোগান দিয়ে অনুষ্ঠানের ভিতরে শতাধিক লোক প্রবেশ করিয়া উপস্থিত সাধারণ কর্মীদের মারধর করে এবং সভাস্থল মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে, জনজীবনে ভীতি সঞ্চার করে। সভা চলাকালীন সময়ে শহরের বিভিন্ন প্রবেশদ্বারে সভায় আগত সাধারণ কর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনী নির্বিচারে হামলা চালায়। সভায় আসার পথে বাধা সৃষ্টি করে। আমাদের ১৪৭ জন নেতা কর্মীদের জখম করে। এদের মধ্যে গুরুতর আহত অনেক নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা উক্ত ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন জন ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা জেলা উপজেলার বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এই সময় পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদেলের সভাপতি সফিউল বাসার উজ্জ্বল, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মাহাবুব হোসেন ও পৌর বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন অন্যান্য নেতাকর্মীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃদ্ধ উপস্থিত ছিলেন।

এবিষয় জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন বলেন, বিএনপির অভ্যন্তরীণ দন্দের ফলে এই ঘটনা ঘটেছে। তাদের দন্দের ফলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরো ঘটবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত