সাফিয়ার জিপিএ-৫ এখন শুধুই স্মৃতি
সারাদেশে এসএসসিতে এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের ঘরে ঘরে যখন আনন্দ। তখন বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ পেয়েছেন বাগমারার সাফিয়া সিলভী নামের এক মেধাবী শিক্ষার্থী। ভালো ফলাফল করায় আজ তার পরিবারের সদস্যদের মিষ্টি বিতরণের কথা। অথচ বাড়িজুড়ে কান্নার রোল। কারণ অভাবনীয় সাফল্য নিজে অর্জন করলেও তা শুনে যেতে পারেনি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর মারা যান সিলভী।
রাজশাহীর বাগমারা উপজেলার পুরান তাহেরপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সিলভী। তার মা মরিয়ম খাতুন একজন স্কুল শিক্ষিকা।
পরিবারের সদস্যরা জানান, এসএসসি পরীক্ষার তিনদিন আগে সাফিয়া সিলভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক বিষয়ের পরীক্ষা দেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। অসুস্থ হওয়ার পরও সিলভী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের জন্য তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত ২৭ নভেম্বর মারা যান তিনি। এসএসসির ফল প্রকাশের পর দেখা যায় সিলভী প্রতিটি বিষয়ে এ প্লাস পেয়েছেন।
সাফিয়ার বাবা শফিকুল ইসলাম বলেন, সাফিয়া সিলভী তাদের একমাত্র সন্তান। তাদের মেয়ে লেখাপড়ায় খুব ভালো ছিল। সাফিয়াকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েও সিলভী ভালো ফলাফল করেছেন। তবে এ ফলাফলে তাদের পরিবারে আনন্দের চেয়ে বেদনাই বেশি বয়ে নিয়ে এসেছে। সাফিয়া এর আগে পিএসসি ও জেএসসি পরীক্ষাতেও ভালো ফলাফল করেছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত