বাস মালিকদের সুখবর দিলো কেন্দ্রীয় ব্যাংক
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্ত বাস মালিকদের জন্য স্বল্প সুদে ১০০ কোটি টাকা লোনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার (২৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, একেএম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাসের, বোর্ড সচিব মাসুদ বিশ্বাস ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাস মালিকদের লোন দিতে বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। স্কিমের অধীনে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে তহবিল গ্রহণ করবে এবং বাস মালিকদের সর্বোচ্চ ৬ শতাংশ সুদে বিতরণ করবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত