গলার ওড়না কেড়ে নিলো শিশু অল্পনার জীবন
| আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৮:৪১
| প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২২, ০৮:৪১
গলার ওড়না কেড়ে নিলো শিশু অল্পনার জীবন
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: জেলার মোংলার পৌর এলাকায় ইজিবাইকের চাকার সাথে ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আল্পনা গোলদার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল্পনা গোলদার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা এলাকার আসিফ গোলদার এর কন্যা।
স্বজনেরা জানান, শুক্রবার বিকালে আল্পনা গোলদার বাড়ি থেকে বের হয়ে ইজিবাইকে করে তার দাদীর সাথে হলদিবুনিয়া ফুফুর বাড়ি আসছিলেন। পথিমধ্যে হাজীপাড়া সড়কে অসাবধানতাবশত ইজিবাইকের চাকার সাথে তার ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত