শ্বাসনালীতে দ্রুত ছড়ালেও ফুসফুসে ততটা ক্ষতি করে না ওমিক্রন: গবেষণা

| আপডেট :  ০২ জানুয়ারি ২০২২, ০৭:৪৮  | প্রকাশিত :  ০২ জানুয়ারি ২০২২, ০৭:৪৮

দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের ওমিক্রন প্রকরণ। তবে এই প্রকরণ ডেল্টাসহ অন্য ধরনের মতো ওমিক্রন মানুষের ফুসফুসকে ততটা ক্ষতি করে না বলে হংকং ইউনিভার্সিটির গবেষণায় উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গবেষণায় দেখা গেছে শ্বাসনালীতে দ্রুত ছড়ালেও ফুসফুসের ততটা ক্ষতি করে না করোনার এই প্রকরণটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বিষয়ে আরও ছয়টি গবেষণায় একই তথ্য উঠে এসেছে। তবে এই গবেষণা এখনো অন্য বিজ্ঞানীরা পর্যালোচনা করে দেখেনি বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

লন্ডন ইউনিভার্সিটি কলেজের ভাইরোলজির অধ্যাপক দীনান পিলে বলেন, ওমিক্রন গলার কোষে বেশি সংক্রমিত হয়। তাই এটি ফুসফুসের গভীর কোষের চেয়ে গলার কোষে আরও সহজে বৃদ্ধি পায়। এই গবেষণাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান অধ্যাপক দীনান পিলে।

এর আগে গত বছরের ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বি.১.১.৫২৯, করোনার নতুন প্রকরণ ওমিক্রন শনাক্তের খবর আসে। নতুন এই ধরনের নমুনা সংগ্রহ করা হয় গত ৯ নভেম্বর।

বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন ধরনকে উদ্বেগজনক বলছে এবং বারবার বিশ্ববাসীকে সতর্ক করছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত