টুঙ্গিপাড়া অসহায় ও দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সেনা প্রধান
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫’শ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (০৫ জানুয়ানী) বেলা দেড়টায় টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১৫’শ অসহায় ও দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।
এসময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পৌর মেয়র তোজাম্মেল হক টুটুলসহ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি হেলিকাপ্টার যোগে সেনা প্রধান টুঙ্গিপাড়ায় আসেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত