গোপাললগঞ্জে ১৫ ইউনিয়নে নির্বাচিত হলেন যারা

| আপডেট :  ০৬ জানুয়ারি ২০২২, ০৫:০৯  | প্রকাশিত :  ০৬ জানুয়ারি ২০২২, ০৫:০৯

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি : ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন। তবে এসব ইউনিয়নে দলীয় প্রতীক ছাড়াই উন্মুক্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (০৬ জানুয়ারী) জেলা নির্বাচন অফিস নির্বাচনী ফলাফল ও বিজয়ীদের নাম নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ ইউনিয়নে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, বৌলতলী ইউনিয়নে সুকান্ত বিশ্বাস, গোপীনাথপুর ইউনিয়নে মোহাম্মদ সাহেব আলী মোল্লা, জালালাবাদ ইউনিয়নে এস এম মারুফ রেজা, করপাড়া ইউনিয়নে এস এম হাবিবুর রহমান (সোনা মিয়া), কাঠি ইউনিয়নে কামরুল ইসলাম, মাঝিগাতি ইউনিয়নে কে এম হাফিজুর রহমান মুকুল খান, নিজরা ইউনিয়নে আহমেদ আলী মিনা (ধলু), উলপুর ইউনিয়নে কামরুল ইসলাম বাবুল, উরফী ইউনিয়নে মনির গাজী, পাইককান্দি ইউনিয়নে ভূইয়া মোহাম্মদ ইছানূর রশীদ রিপন, চন্দ্রদিঘলীয়া ইউনিয়নে মো: হাদিউজ্জামান মোল্লা জাবেদ, সাতপাড় ইউনিয়নে প্রণব বিশ্বাস (বাপ্পি), সাহাপুর ইউনিয়নে বিনয় সরকার অনাদি, শুকতাইল ইউনিয়নে মোহাম্মদ রানা মোল্লা ও কাজুলিয়া ইউনিয়নে আয়ূব আলী ফকির।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত