দুমকিতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর
জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বিভিন্ন স্তরের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৩ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহজাহান আকন সেলিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম জীবনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে অসহায় ও দুস্থরা অনুদানের চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত