দুমকিতে পেশাজীবীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

| আপডেট :  ০৮ জানুয়ারি ২০২২, ০৬:২৪  | প্রকাশিত :  ০৮ জানুয়ারি ২০২২, ০৬:২৪

জুবায়ের ইসলাম সোহান,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে বিভিন্ন শ্রেনী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে উপজেলা চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি ও দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশীদ। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ, দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেকমুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও দুমকি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক, দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল প্রমুখ। সভায় দুমকি উপজেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় উপজেলাধীন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে “সম্মিলিত পেশাজীবী পরিষদ” নামে একটি পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত