দুমকিতে মদসহ আটক ২

| আপডেট :  ০৮ জানুয়ারি ২০২২, ০৬:২৮  | প্রকাশিত :  ০৮ জানুয়ারি ২০২২, ০৬:২৮

জুবায়ের ইসলাম সোহান, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকির পাগলা এলাকায় ৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চেকপোস্ট চলাকালীন সময় এস‌আই ইসতিয়াক আল মামুন (নি:) ও এস‌আই কামরুল ইসলামের নেতৃত্বে দুমকি থানা পুলিশ, শিপলু চন্দ্র দাস (২৪) ও মোঃ আলভী (২৪) কে ২ বোতল অবৈধ মদসহ আটক করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে , মামলা নং ০৫ তারিখ ০৭/০১/২০২২ইং
আটককৃত আসামি (১) শিপলু চন্দ্র দাস, পিতা- রাজেস্বর চন্দ্র দাস গ্রাম- কাঠপট্টি, ওয়ার্ড নং-২, (২) মোঃ আলভী ,পিতা- মৃত মতিন মিয়া সাং আদালত পাড়া, ওয়ার্ড নং -৫ উভয় থানা ও জেলা পটুয়াখালী।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত