৯ বছরের শিশু যৌন নির্যাতনকারী গ্রেফতার

| আপডেট :  ০৯ জানুয়ারি ২০২২, ০৮:০৯  | প্রকাশিত :  ০৯ জানুয়ারি ২০২২, ০৮:০৯

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৯ বছরের এক শিশুকে যৌন নির্যাতন করায় শাহজাহান মুন্সী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৮ জানুয়ারী) গভীর রাতে শহরতলীর বেদগ্রাম এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার (০৯ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বিষযটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত শাহজাহান মুন্সী শহরতলীর বেদগ্রাম পশ্চিম পাড়া এলাকার মোসলেম মুন্সীর ছেলে।

ওসি মো: মনিরুল ইসলাম জানান, নির্যাতনের শিকার ওই শিশুর মা বাবা বেদগ্রাম পশ্চিম পাড়া এলাকার শাহজাহান মুন্সী বাড়ীতে ভাড়া থাকতেন। প্রায় সময় খেলার কথা বলে ওই শিশুকে ঘরে ডেকে নিতেন শাহজাহান।

শনিবার রাতে খেলার কথা বলে ওই শিশুকে ঘরে ডেকে নেয়। পরে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে যৌন নির্যাতন করে শাহাজান মুন্সী। পরে ওই শিশু তার মা বাবাকে ঘটনাটি জানালে তারা ওই রাতেই গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বেদগ্রাম পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী শাহজাহান মুন্সীকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরো জানান, আজ রবিবার (০৯ জানুয়ারী) দুপুরে নির্যাতরনের শিকার ওই শিশুর ডাক্তারী ও আলমত পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত