দুমকিতে মহিলা এমপির কম্বল বিতরণ

| আপডেট :  ১১ জানুয়ারি ২০২২, ০৫:২৬  | প্রকাশিত :  ১১ জানুয়ারি ২০২২, ০৫:২৬

জুবায়ের ইসলাম সোহান, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় সোমবার বিকাল সাড়ে ৪টায় দুমকি উপজেলার ৪৫০জন অসহায়- দুঃস্হ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন পটুয়াখালীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ত্রান দূর্যোগ মন্ত্রনালয়ের স্হায়ী কমিটির সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এমপি।

সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় আয়োজিত কম্বল বিতরন অনুষ্ঠানে দুমকি উপজেলা আওমীলীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সহ-সভাপতি ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, সহ-সভাপতি ও পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত