জমকালো আয়োজনে দ্বীন গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
মারুফ সরকার, ঢাকা: গত ০৮ জানুয়ারী ২২ ইং দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান দ্বীন গ্রুপ ।প্রতি বছরের ন্যায় এবছর ও জমকালো আয়োজনে মধ্য দিয়ে দ্বীন গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয় মুন্সীগঞ্জের ঢালিস আম্বাস নিবাস রিসোর্টে।
উক্ত বার্ষিক বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দ্বীন গ্রুপের চেয়ারম্যান,আলহাজ্ব গনি আহমেদ,মশিউর রহমান রাঙ্গা,মহাসচিব বিরোধীদলীয় চিফ হুইপ জাতীয় পার্টির (জাপা)এমপি রংপুর-১
ইলিয়াস আলী মোল্লাহ,এমপি ঢাকা-১৬ এখলাশ উদ্দিন মোল্লা,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক,এনামুল হক,কর কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড,আজম জিয়াউল হক সাবেক কর কমিশনার,বিপ্লব মোল্লাহ,আলীম মোল্লাহ,দ্বীন গ্রুপ ও হাই ফ্যাশন গ্যালারীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা,মোঃ শাহজাহান,সিইও দ্বীন গ্রুপ,মোঃনুরুন নবী,ইডি,শহীদুল ইসলাম লিটন,জিএম, সহিদুল আমীন, কমার্শিয়াল ম্যানেজার, আরিফুল ইসলাম তুহিন, তাহমিদুল ইসলাম, মোজ্জাম্মেল হোসেন, কামরুজ্জামান,সুমন আহমেদ।
কামরুল হাসান কবির,সুমন,বশির,রাসেল,রানা,শহীদুল আমীন,লিমন,নাজিরসহ দ্বীন গ্রুপের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বনভোজনে দ্বীন গ্রুপের সকল বয়সের শিশু বাচ্ছা ছেলে মেয়ে বয়স্ক দের জন্য আলাদা মহিলাদের জন্য বালিশ খেলা সহ আলাদা খেলাধুলার আয়োজন করা হয়।পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল হালিম ও তাবাসুম প্রিয়াংকা।মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে রাখেন,মোল্লাহ পরিবারের সদস্য ইলিয়াস আলী মোল্লাহ,বিপ্লব মোল্লাহ,মশিউর রহমান রাঙ্গা সহ আরো অনেক সাস্কৃতিক কর্মী।শুভেচ্ছা বক্তব্য দ্বীন গ্রুপ ও হাই-ফ্যাশন গ্যালারীর চেয়ারম্যান আলহাজ্ব গনি আহমেদ বলেন,দ্বীন গ্রুপ সুধু আমার একার নয়,দ্বীন গ্রুপ মোল্লাহ পরিবারের,দ্বীন,গ্রুপ মশিউর রহমান রাঙ্গা ভাইয়ের,দ্বীন গ্রুপ আমার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের। দ্বীন গ্রুপের পরবর্তির বনভোজন হবে দেশের স্বনামধন্য রিসোর্টে আরো জমকালো আয়োজনে আপনারা সকলে দ্বীন গ্রুপের পরিবারের সদস্য তাই এই পরিবার’কে টিকিয়ে রাখার জন্য যা করনীয় আপনারাই করবেন আশা করি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘীয়ু কামনা করি।মনোঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যা র্যাফেল ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত