গভীর রাতে ঘুরে ঘুরে ছাত্রলীগ নেতার কম্বল বিতরণ

| আপডেট :  ১১ জানুয়ারি ২০২২, ০৭:৫৫  | প্রকাশিত :  ১১ জানুয়ারি ২০২২, ০৭:৫৫

জাহিদ হাসান, সাতক্ষীরা প্রতিনিধি: গভীর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে তিনি ছাত্রলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে সদও হাসপাতালের অসহায় রোগী, তাদের স্বজন, রাস্তার ধারে শুয়ে থাকা ছিন্মূল মানুষ, নাইট গার্ডসহ বিভিন্ন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি নিশান, সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন জুয়েল, আরাফাত হোসেনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় ছাত্রলীগ নেতা সুমন হোসেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত