খড়ের ওপর পড়ে ছিল কৃষকের রক্তাক্ত মরদেহ
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে বাবুল হোসেন (৪০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল হোসেন ওই এলাকার মৃত করিম মাস্টারের ছেলে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নে আমিরখাকুরা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তিনদিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান বাবুল হোসেনের স্ত্রী। এজন্য বাবুল হোসেন বাড়িতে একাই ছিলেন। সকালের দিকে বাড়ির সামনে খড়ের ওপর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত