বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সিরাজগঞ্জ জেলার কমিটি গঠন

| আপডেট :  ১২ জানুয়ারি ২০২২, ০৬:০০  | প্রকাশিত :  ১২ জানুয়ারি ২০২২, ০৬:০০

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সিরাজগঞ্জ শাখার কমিটি সোমবার দুপুরে গঠন করা হয়েছে।এ উপলক্ষে এক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় । দপ্তর সম্পাদক মারুফ সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শেখ নাসির উদ্দিন ।

তিনি বলেন, প্রথমে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা নিজ যোগ্যতায় কমিটিতে জায়গা পেয়েছেন তারা অবশ্যই আপনাদের উপর দায়িত্ব ও কর্তব্য ভালোভাবে পালন করবেন। আপনাদের মাথায় সবসময় রাখতে হবে আপনারা ভূমিহীনদের জন্য কাজ করবেন। কোনো ভূমিহীন কষ্টে থাকলে তার পাশে দাঁড়াবেন। আমরা কেন্দ্র থেকে সবসময় আপনাদের পাশে আছি থাকবো।

এছাড়া এই কমিটি সব সময় ভূমিহীনদের পাশে থাকবে। আর যারা এবার কমিটিতে আসতে পারেন নাই তারা পরেরবার ভালো ভালো কাজ করে অবশ্যই কমিটিতে আসবেন। এখানে কারো মন খারাপ করা যাবে না বা গ্রুপিং করা যাবে না। আমরা সবাই এক। সবাই সবার বন্ধু হয়ে ভূমিহীনদের জন্য কাজ করে যাবো।

এসময় ভোটের মাধ্যেমে নির্বাচন অনুষ্ঠিত হয় । প্রার্থীর নাম প্রতীক প্রাপ্ত ভোট সভাপতি মেরাজ মোল্লা রিকশা প্রতীক ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জুয়েল শেখ চেয়ার প্রতীক পেয়েছেন ৫৫ ভোট বাতিল হয়েছে ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে দুই জন্য মোঃ আজগর আলী ছাতা প্রতীক পেয়ে বিজয়ী হয়েছেন ১৩৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কালাচাঁদ শেখ পেয়েছেন ৫৫ ভোট বাতিল হয়েছে ১৩ ভোট। সাংগঠনিক সম্পাদক দুই জন্য মোঃ রাশেদুল ইসলাম কুঁড়ে ঘর প্রতীক পেয়ে বিজয়ী হয়েছেন ১৮২ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফজল মন্ডল মোরগ প্রতীক পেয়েছেন ৫৫ ভোট বাতিল হয়েছে ১৯ ভোট।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত