বছরের প্রথম এল ক্ল্যাসিকোয় রাতে মুখোমুখি বার্সা-রিয়াল

| আপডেট :  ১২ জানুয়ারি ২০২২, ০৬:১৮  | প্রকাশিত :  ১২ জানুয়ারি ২০২২, ০৬:১৮

বছরের প্রথম এল ক্ল্যাসিকোয় আজ মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। যদিও দুই দলের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো না থাকায় আকর্ষণ হারিয়েছে ঐতিহাসিক লড়াই। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে লড়বে দুদল।

প্রথমবারের মতো ইউরোপের বাইরে এল ক্ল্যাসিকো। সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ১ টায় শুরু হবে ম্যাচ।

একটা ম্যাচের অপেক্ষায় বুদ হয়ে থাকে ফুটবল বিশ্ব। যেখানে বাসা বাধে উত্তেজনা আর রোমাঞ্চ। সেটাই এল ক্ল্যাসিকো।

ইউরোপের বাইরে প্রথমবার মর্যাদার লড়াইয়ে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ দুই ক্লাবকে নিয়ে সৌদি আরবের অপেক্ষা ফুরোনোর দিন। গেল দুই মৌসুম সুপার কাপ আয়োজন করলেও এবারই প্রথমবার এল ক্ল্যাসিকো দেখবে মধ্যপ্রাচ্য।

তবে, বেশ দেরিই হয়ে গেল। কারণ মেসি, রোনালদো, রামোসদের ছাড়া এল ক্ল্যাসিকো জৌলুস হারিয়েছে তা নিশ্চিত। তবে ভিনিসিউস, আনসু ফাতি, ফেরান তোরেসদের চ্যালেঞ্জ থাকছে ঐতিহ্য ধরে রাখার।

ইনজুরি থেকে ফিরেছেন বার্সার নাম্বার টেন ফাতি । তবে নেই এরিক গার্সিয়া। করোনা নেগিটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফেরান তরেস, পেদ্রি। লিগে ধুঁকছে ব্লুগানাররা। সুপার কাপে কি হবে?

বার্সেলোনা কোচ জাভি বলেন, রিয়ালের বিপক্ষে জয় আমাদের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। এল ক্ল্যাসিকো সবসময় গুরুত্বপূর্ণ। যা আমাদের আরো উদ্দীপনা ও বিশ্বাস বাড়াবে।

বার্সেলোনা অধিনায়ক বুসকেটস বলেন, মানুষ রিয়ালকে ফেবারিট ভাবতেই পারে এতে আমার কিছু আসে যায় না। মাঠে কি হয় সেটা দেখার অপেক্ষায়।

লা লিগার পয়েন্ট টেবিল দিয়ে এল ক্ল্যাসিকোর হিসাব কষা অযৌক্তিক।

লিগে উড়ন্ত রিয়াল মাদ্রিদ। বার্সার চেয়ে এগিয়ে ১৭ পয়েন্ট। সঙ্গে ন্যু ক্যাম্পে ২-১ গোলে জয়ের আত্মবিশ্বাস। কার্লো আনচেলত্তি গ্যারেথ বেল ও মারিয়ানো দিয়াজকে না পেলেও সেরা ফর্মে আছেন কারিম বেনজামা, ভিনিসিউস জুনিয়র।

রিয়ালেল কোচ কার্লো আনচেলত্তি বলেন, এটা একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। এখানে লা লিগার পয়েন্ট কাউন্ট হচ্ছে না। এটা স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল। যেই ম্যাচ শুরু হবে গোলশূন্য থেকে।

দু’দলের ২৪৭ দেখায় এগিয়ে রিয়াল মাদ্রিদ। ৯৯ জয়ের বিপরীতে হেরেছে ৯৬ টি। ড্র ৫২ ম্যাচ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত