অসহায় শীতার্তদের পাশে গৌরীপুর প্রেসক্লাব
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরের ঐতিহ্য বাহী প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বেলা ১১টার দিকে স্থানীয় অসহায় ও দুস্থ দু’শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সহযোগিতায় ও প্রেসক্লাবের অর্থায়নে যৌথভাবে সরকারের এ কম্বল বিতরণ করা হয়।
গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমানের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, আবু কাউসার চৌধুরী রন্টি, সাবেক সহ সভাপতি আজম জহিরুল ইসলাম, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, উপজেলা যুবলীগ নেতা মোকাম্মেল হক তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাবেক ছাত্রলীগ নেতা বিপুল কুমার চন্দ্র, প্রেসক্লাবের সদস্য তিলক রায়, হুমায়ুন কবির, শামীম খান, শফিকুল ইসলাম স্বপন, আরিফ আহমেদ, শাহজাহান কবির, ওবায়দুর রহমান, হলি সিয়াম শ্রাবণ প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত