দুমকিতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জুবায়ের ইসলাম সোহান, দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ কৃষি ব্যাংক দুমকি শাখার উদ্যোগে পার্সোনাল লোন স্কীম বিষয়ক এক মতবিনিময় সভা উপজেলার সরকারী,আধা- সরকারী,সায়ত্তশাসিত, এমপিওভুক্ত স্কুল – কলেজের শিক্ষক ও কর্মকতা – কর্মচারীদের সমন্বয়ে ব্যাংকের শাখা কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ কৃষি ব্যাংক পটুয়াখালী অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আঃ কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক মোঃ সুলতান মাহমুদ নাদিম পার্সোনাল লোন স্কীম বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং কৃষি ব্যাংকের সেবা নেয়ার আহবান জানান। এসময়ে তিনি উপস্থিত শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানে উপজেলার অর্ধশতাধিক শিক্ষক – কর্মচারী এবং ব্যাংকের অফিসার আমিনুল ইসলাম সোহাগ সহ কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত