ময়মনসিংহে পিকআপ চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পিকআপ চাপায় রাজিয়া সুলতানা বন্যা (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত রাজিয়া সুলতানা বন্যা উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামের মো. খুররম মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলা সদর নরসুন্দা ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালের রাজিয়া সুলতানা বন্যা সহপাঠীদের সাথে করোনার টিকা নিতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে টিকা নিয়ে তার চাচাতো ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নরসুন্দা ব্রীজের উপর আসতেই মোটরসাইকেল থেকে ছিটকে পরে যায় বন্যা। এ সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই বন্যা মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ না করায় বিনা-ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত