ময়মনসিংহে ট্রাক চাপায় প্রাণ গেল তিন বাইক আরোহীর
ময়মনসিংহ প্রতিনিধি: ট্রাক চাপায় ময়মনসিংহে মোটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মো.ফজলুল হক বাবু মিয়া (২৪), সোহরাব উদ্দিনের ইয়াসিন (১৮), ইসলাম উদ্দিনের ছেলে রিপন (৩০)। সবাই জেলার ত্রিশাল উপজেলার কালিবাজার এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৪ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শম্ভুগঞ্জ চাইনামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার অফিসারইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন মোটরসাইকেল আরোহী শম্ভুগঞ্জ থেকে ত্রিশালে যাচ্ছিলেন। পথিমধ্যে চাইনামোড় এলাকায় আসতেই একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবু ও ইয়াসিন মারা যায়। পরে স্থানীয়রা রিপনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
তিনি আরও বলেন, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। মরদেহ মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত