নারায়ণগঞ্জ সিটি করপোরেশনঃ ৩৭ ভোট কেন্দ্রের ফলাফল

| আপডেট :  ১৬ জানুয়ারি ২০২২, ০৬:১৫  | প্রকাশিত :  ১৬ জানুয়ারি ২০২২, ০৬:১৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ইতোমধ্যে ১৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৭ টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ৩৭টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পুরো সিটির নির্বাচনই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নাসিক নির্বাচন শেষ হয়। তবে কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

এবার নির্বাচনে মোট ৭টি দল অংশগ্রহণ করেছে। মেয়র পদে নির্বাচন করেছেন ৭ জন। সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

সিটি নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত