তৃতীয় মেয়াদে মেয়র হলেন আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের চেয়ে বিপুল ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন তিনি।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ায় দ্রুত আসছে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। মোট ১৯২টি কেন্দ্রে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। অর্থাৎ ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২।
রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে রাতে প্রিজাইডিং অফিসার সংবাদকর্মীদের এ ফল জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত