বিশ্বকাপ ধরে রাখার মিশনে টস জিতে ব্যাটিংয়ে যুবারা
বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশনে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নতুন গল্পের অপেক্ষায়। আকবর-শরিফুলদের বীরত্বগাথা ধরে রাখার পালা সতীর্থ রাকিবুলদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ ধরে রাখার মিশনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশের যুবারা।
রোববার (১৬ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়।
প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আছে বড় জয়। তাই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী যুবা টাইগাররা। লাল-সুবজের অধিনায়ক রাকিবুল হাসানের ভাষ্য, বাংলাদেশ কন্ডিশনে মানিয়ে নিয়েছেন। তাই প্রতিপক্ষ নিয়ে না ভেবে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চান তিনি।
এদিকে ইংলিশরাও প্রস্তুতি ম্যাচে ২৮১ রানের বড় জয় পেয়েছে। তাই স্বাভাবিকভাবে ইংলিশরাও বেশ আত্মবিশ্বাসী। লড়াইটা কঠিন হবে যুব টাইগারদের জন্য। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের মতে, ব্যাট হাতে আইচ মোল্লা, প্রান্তিক, ইফতেখাররা দায়িত্ব নিলে সম্ভব ভালো কিছু।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ
মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোঃ ফাহিম (উইকেটরক্ষক), আবদুল্লাহ আল মামুন, এসএম মেহেরব, আশিকুর জামান, রাকিবুল হাসান (অধিনায়ক), নাইমুর রোহমান, রিপন মন্ডল।
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ একাদশ
জর্জ থমাস, জ্যাকব বেথেল, টম প্রেস্ট (অধিনায়ক), জেমস রিউ, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল, অ্যালেক্স হর্টন (উইকেটরক্ষক), জেমস সেলস, টমাস অ্যাসপিনওয়াল, ফতেহ সিং, জোশুয়া বয়েডেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত