তৈমূরের বাসায় আইভী

| আপডেট :  ১৭ জানুয়ারি ২০২২, ০৬:৫৮  | প্রকাশিত :  ১৭ জানুয়ারি ২০২২, ০৬:৫৮

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় যান নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে হাতে মিষ্টি নিয়ে কুশল বিনিময় করতে তৈমূরের বাসায় যান তিনি।

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় যান নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে হাতে মিষ্টি নিয়ে কুশল বিনিময় করতে তৈমূরের বাসায় যান তিনি।

নাসিক নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীকে পাশাপাশি চেয়ারে বসে কথা বলেতে দেখা গেছে। যা রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় নির্বাচিত মেয়র আইভীর মাথায় হাত রেখে দোয়া করেন তৈমূর। তারপর তৈমূরকে মিষ্টিমুখ করালেন বিজয়ী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

আইভী সাংবাদিকদের বলেন, আমরা একই এলাকার ও একই পরিবারের সদস্য।সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিতে চাই আমি।

নবনির্বাচিত মেয়রকে স্বাগত জানিয়ে তৈমূর আলম বলেন,তার সাথে আমার সম্পর্ক খুবই আন্তরিক। আইভীর পরিবারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। এজন্যই এ কুশল বিনিময়। আমি আইভীর মাথায় হাত রেখে দোয়া করে দিয়েছি।

এ সময় দুই প্রার্থীর পরিবারের সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গতকাল রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে মেয়র হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূরের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আইভী।

রোববার সকাল ৮টা থেকে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে নাসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত