ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি ১৯ জানুয়ারি থেকে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে। ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আটটি সাংগঠনিক জোনে ভাগ করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এতে আরও বলা হয়, প্রতিটি জোনের আওতায় থানা ও ওয়ার্ডে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং গরিব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হক সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত