নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ১৮৩ জন
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় জেলা জুড়ে ১৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৯৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৭ হাজার ৩৯৫ জন। তবে কোন মৃত্যুর সংবাদ নেই।
শুক্রবার (২১ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন অফিসের নিয়মিত আপডেটে এই তথ্য প্রকাশ করা হয়। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩১৫ জন। নতুন করে কোন মৃত্যু না থাকায় এর সংখ্যা ৩২৭ জনে সীমাবদ্ধ আছে। এখন পর্যন্ত জেলাজুড়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ১২৩।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, করোনাকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৭ জন ও মারা গেছেন ১৪৮ জন। সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬৭২ জন ও মারা গেছেন ৫৭ জন। বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৭৯ জন ও মারা গেছেন ৩১ জন।
রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৯ জন ও মারা গেছেন ১৮ জন। সোনারগাঁয় উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৭ জন ও মারা গেছেন ৬৮ জন। আড়াইহাজার উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯১ জন ও মারা গেছেন ৪ জন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত