বাগেরহাটে যুবকের লাশ উদ্ধার

| আপডেট :  ২২ জানুয়ারি ২০২২, ১১:৩৩  | প্রকাশিত :  ২২ জানুয়ারি ২০২২, ১১:৩৩

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: জেলার ফকিরহাটে মধু বাগচি(৩৮) নামের এক যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে ।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হোচলা গ্রামে নিজ বসত বাড়ির পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার গলা ও কানে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।

নিহত মধু বাগচি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের হোচলা গ্রামের মুকুন্দ বাকচির।

মধুর স্ত্রী তৃপ্তি বাগচি জানান, কে বা কারা তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

তিনি জানান, এদিন সন্ধ্যার আগে তার স্বামী অন্যান্য দিনের মত ভ্যান চালিয়ে বাড়ী আসে।এরপর নিজ গ্রামে চলমান হাডুডু খেলা দেখতে যায়। সন্ধ্যা সাতটার দিকে তৃপ্তি বাগচি হঠাৎ করে বাড়ীর পাশে তার স্বামীর আর্তচিৎকার শুনে সেদিকে এগিয়ে যান এবং সেখানে তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন । সেখান থেকে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার তদন্ত ওসি আলিমুজ্জামান জানান, খবর পেয়ে আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানাযাবে তাকে হত্যা করা হয়েছে কি-না।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত