ময়মনসিংহে এক নারীসহ দুই মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে এক নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ জানুয়ারী) দুপুরের দিকে ময়মনসিংহ ল নগরীর পাটগুদাম ব্রীজ এলাকা ও জেলার ফুলপুর উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকার পুকুর থেকে এক মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, নগরীর রেলীর মোড় এলাকার মৃত ওমেদ আলীর ছেলে আব্দুল আজিজ (৬৫) ও ফুলপুর উপজেলার ভাইটকান্দি উত্তরপাড়া গ্রামের আলাল উদ্দিন ফকিরের স্ত্রী মজিদা বেগম (৫০)।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, সকালের দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত ব্যক্তি দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভোগছেন। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় ব্রিজ থেকে লাফ দিয়ে পরে মারা যেতে পারে। তাঁর মৃত্যুর কারণ জানার জন্য চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
এদিকে, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃদ্ধা মজিদা বেগম গত দুই দিন আগে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি৷ ঘটনার দিন সকালে স্থানীয় লোকজন হোসেনপুর ডিগ্রি কলেজ সংলগ্ন পুকুরে মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করে।
তিনি আরও বলেন, মজিদা বেগম মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময়ই তিনি বাড়ী থেকে নিখোঁজ থাকতেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত