উপজেলা কার্যালয়ের গাছ কারা কেটেছে আমার জানা নেই, ইউএনও
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ কার্যালয়ের ভিতরের প্রায় ১০ টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে, বিষয়টি জানেন না উপজেলা নির্বাহী অফিসার ।
শুক্রবার (২১ জানুয়ারী) সকাল থেকে উপজেলা পরিষদ কার্যালয়ের ভিতর থেকে গাছ কাটার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, ঘটনার দিন সকাল থেকে উপজেলা পরিষদ কার্যালয়ের ভিতরের প্রায় দশটি গাছ কাটা হয়েছে। প্রতি গাছে তিন থেকে চার শ্রমিক দিয়ে গাছগুলো কাটা হয়েছে। গাছগুলো কেটে গাছের গুড়ি গুলো এমন ভাবে ঢেকে দেয়া হয়েছে। যেন বুজা না যায, এখানে গাছ ছিল। গাছগুলো কাটার সময় উপজেলা পরিষদের আশেপাশে কাউকে যেতে দেয়া হয়নি। গাছ কেটে কাঠগুলো ওইদিনই উপজেলা পরিষদ থেকে বের করা হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া গণমাধ্যমকে বলেন,গত শুক্রবার উপজেলা পরিষদ কার্যালয়ের পুরাতন কোর্ট বিল্ডিং কার্যালয়ের সামনে থেকে ৯টি মেহগনি গাছ ও একটি আম গাছ কাটা হয়েছে। গাছগুলোর আনুমানিক দাম ৪ থেকে ৫ লাখ টাকা।
কে কারা গাছ কেটেছে জানতে চাইলে তিনি বলেন, কার নির্দেশে গাছ কাটা হয়েছে বিষয়টি আমার জানা নেই। তবে, গাছগুলো যেহেতু উপজেলা পরিষদ কার্যালয়ের ভিতরের। বিষয়টি অবশ্যই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানেন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল গণমাধ্যমকে বলেন, আপনি মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিলেই তো বুজা যাবে না, আপনি সাংবাদিক কিনা? আপনি অফিসে আসেন সামনে বসে এ বিষয়ে কথা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর বলেন, আপনার কাছেই প্রথম শুনলাম উপজেলা পরিষদ কার্যালয়ের গাছ কাটা হয়েছে। কে বা কারা গাছ কেটেছি, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা পরিষদ এলাকায় অবশ্যই সিসিটিভি স্থাপন করা আছে। সেই ভিডিও যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সিসিটিভি ফোটেজ দেয়ার নিয়ম নেই।
এ বিষয়ে জেলা প্রশাসক এনামুল হক গণমাধ্যমকে বলেন, বিষয়টি আপনার কাছেই প্রথম শুনলাম। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত