আসন্ন মহাপবিত্র উরস শরীফ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: বিশ্ব জাকের মন্জিল দরবার শরীফের আসন্ন মহাপবিত্র উরস শরীফ এর প্রস্তুতি সভা চলছে সমগ্র বিশ্বব্যাপী। আজ নারায়ণগঞ্জের ১১,১২ ও ১৩ নং ওয়ার্ডের জাকেরদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়। আজকের সভার প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্মীগ্রুপের কর্মীপ্রধান জনাব খন্দকার শাহআলম, আরো ছিলেন সহকারী কর্মীপ্রধান আব্দুল হান্নান ভূঁইয়া, শাহ আলম টিপু, গাজী মিজানুর রহমান, মাওলানা টিপু সুলতান সহ সকল নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্ব জাকের মন্জিলে সবাই আপনারা যাবেন। সুন্দর ভাবে উরস শরীফ উদযাপন করে আসবেন। পরবর্তীতে ১২নং ওয়ার্ডের নব নিযুক্ত কর্মীপ্রধান মোঃ অনিক ইসলামকে তার দ্বায়ীত্ব বুঝিয়ে দেন।
আজকের এই মহতী সভার সভাপতিত্ব করেন, ১২নং ওয়ার্ডের কর্মী প্রধান মোঃ অনিক ইসলাম। সর্বশেষ মাওলানা টিপু সুলতান মোনাজাতের মাধ্যমে সকলের জন্য দোয়া চেয়ে সভার সমাপ্তি করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত