বিএনপি মহাসচিবের সাথে জাগপা’র স্বাক্ষাত

| আপডেট :  ৩০ জানুয়ারি ২০২২, ০৪:৩০  | প্রকাশিত :  ৩০ জানুয়ারি ২০২২, ০৪:৩০

মারুফ সরকার, ঢাকা: ২০ দলীয় জোটের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

রবিবার ( ৩০ জানুয়ারি) মহাসচিবের উত্তরার বাসভবনে জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর আগামী দিনে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আন্দোলনে জাগপা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করে বলেন, মহান মুক্তি যুদ্ধের চেতনা গণতন্ত্র ছাড়া জাতির মুক্তি নাই। সরকারের সকল প্রকার অন্যায়-অত্যাচার ও গণতন্ত বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত