আইপিএলের মেগা অকশনের চূড়ান্ত তালিকায় ৫ বাংলাদেশি ক্রিকেটার

| আপডেট :  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১১  | প্রকাশিত :  ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মেগা নিলামে ঠাঁই হয়েছে ৫ বাংলাদেশী ক্রিকেটারের।

 



 

সাকিব-মেস্তাফিজের সঙ্গে রাখা হয়েছে তাসকিন, শরিফুল ও লিটনের নাম। সাকিব-মুস্তাফিজের বেজ প্রাইজ ২ কোটি রুপি হলেও, বাকি তিন জনের ভিত্তিমুল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।

প্রকাশ করা হয়েছে আইপিএলের মেগা অকশনের চূড়ান্ত তালিকা। যেখনো সর্বোচ্চ বেজ প্রাইজ ২ কোটি রুপির তালিকায় প্রত্যাশিতভাবেই রয়েছেন সাকিব ও মুস্তাফিজ। এবারের অকশনের প্রাথমিক তালিকায় মোট ৯ টাইগার ক্রিকেটারের নাম থাকলেও, চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়েছে মোট ৫ জনের। আইপিএলের নিয়মিত মুখ সাকিব-মুস্তাফিজ ছাড়াও, এবারের রয়েছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের ভিত্তিমুল্য ধরা রয়েছে ৫০ লাখ রুপি।

সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটির ক্যাটাগরিতে ঠাঁই হয়েছে মোট ৪৮ ক্রিকেটারের। এক কোটি ৫০ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। আর এক কোটির ভিত্তি মূল্যে ৩৪ জন।

প্রাথমিকভাবে নিলামের জন্য এবারে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার নাম লেখান। দলগুলির কাছ থকে চাহিদাপত্র পাওয়ার পর চূড়ান্ত তালিকায় থাকা ৫৯০ জনের নাম প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে যুক্ত করা হয়েছে নতুন ৪৪ জনকে।

আইপিএলের এবারের আসরে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিলো মোট ১৮টি দেশের ক্রিকেটার। তবে, জায়গা পেয়েছে মোট ১৪টি দেশের ক্রিকেটারদের। মোট ২২০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৪৭ জন রয়েছেন অস্ট্রেলিয়ান আর দ্বিতীয সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন।

এবারই প্রথম ১০ দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে আইপিএল। বেঙ্গালুরুতে আগামী ১২ ও ১৩ই ফেব্রুয়ারি হবে আসরের মেগা নিলাম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত