ঈশ্বরগঞ্জে নির্বাচনী সংহিসতায় এক যুবকের মৃত্যু

| আপডেট :  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৯  | প্রকাশিত :  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৯

 

 

 

 



 

 

 

 

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবেল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

 

 

 

 

 



 

 

 

 

 

এর আগে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে পাবেল আহত হয়। নিহত পাবেল মিয়া ওই গ্রামের নুরুল আমীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ঘটনার দিন সকালে দুই মেম্বার প্রার্থী সংঘর্ষে জড়ায়। এ সময় পাবেল মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

 

 



 

 

 

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল হক মুন্না বলেন, পুলিশ ঘটনাস্থলেই আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত