হিজাব বিতর্ক: পাকিস্তানে ভারতীয় কূটনীতিককে তলব

| আপডেট :  ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৭  | প্রকাশিত :  ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৭

হিজাব বিতর্ক নিয়ে ভারতীয় কূটনীতিককে তলব করল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। খবর দ্যা হিন্দুর।

এতে বলা হয়েছে, ইসলামাবাদে ভারতের চার্জ দ্যা অ্যাফেয়ারকে ডেকে পাঠিয়ে কর্নাটকের সাম্প্রতিক হিজাব-নিষেধাজ্ঞা প্রসঙ্গে ‘অসন্তোষ’ প্রকাশ করা হয়েছে।

এই ইস্যুতে সরব হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হুসেনও।

অন্যাদকে নয়াদিল্লিতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি সাংবাদিকদের বলেন, পাকিস্তানের ভারতকে জ্ঞান দেওয়া উচিত নয়। এখানে সব ধর্ম নিয়ে মিলেমিশে চলা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত