মুস্তাফিজকে যে দামে কিনে নিল দিল্লি ক্যাপিটালস
;
বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পেসারদের ব্যাচে নিলামে তোলা হয় মুস্তাফিজকে। তার সঙ্গে ছিলেন দীপক চাহার, লকি ফার্গুসন, জশ হেইজেলউড, প্রসিধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, মার্ক উড, উমেশ যাদব। এর মধ্যে কেবল উমেশই কোনো দল পাননি।
মুস্তাফিজুর রহমানকে অনেকটা সহজেই পেয়ে গেছে দিল্লি। অন্য কোনো দল মুস্তাফিজকে কিনতে আগ্রহ প্রকাশ না করায় নাম মাত্র মূল্যে তাকে পেয়ে গেল দিল্লি ক্যাপিটালস।
২০১৬ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন মোস্তাফিজ। প্রথমে সান রাইজার্স হায়দরাবাদ দলে টেনে নেয় তাকে। দ্বিতীয়বারও হায়দরাবাদেই গেলেন এই পেস তারকা। তবে সে মৌসুমে একটির বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি।
চোটের কারণে দুটো মৌসুমে আইপিএল খেলতে পারেননি মোস্তাফিজ। সেই দুই আসরের পর গেল মৌসুমে আবারও আইপিএলে ফেরেন তিনি। গায়ে চড়ান রাজস্থান রয়্যালসের জার্সি। গেল বছর অবশ্য দলে নিয়মিত মুখই ছিলেন তিনি। ১৪ ম্যাচে তুলে নিয়েছেন ১৪ উইকেট।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত