রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (৭ মে) রাত ৮টায় চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে গিয়ে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান। চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে আজকেও পরীক্ষা-নিরীক্ষা করেছে মেডিকেল বোর্ড।
বিদেশে যাওয়ার মত শারীরিক অবস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, সরকারের অনুমতির পর সিদ্ধান্ত জানাবে মেডেকেল বোর্ড।