27 C
Dhaka
রবিবার, জুন ১১, ২০২৩

পাবনা মানসিক হাসপাতালের বিষয়ে যা বললেন নোবেলের বাবা

১৯ মে পুলিশের সঙ্গে আইনগত রফাদফা হওয়ার পর গেল ২৪ ঘণ্টায় বদলে যাওয়া নোবেলকেই লক্ষ্য করছেন নেটিজেনরা। ক্ষমা চেয়ে নিয়েছেন সবার কাছে। বলেছেন, আর এমনটা হবে না। জানিয়েছেন মানসিক চিকিৎসার কথাও।

অবশেষে আজ (২০ মে) বেলা ৩টার দিকে নোবেলকে আবিষ্কার করা গেল সরাসরি পাবনা মানসিক হাসপাতালে, সেখানে বন্দী রোগীদের সঙ্গে! একহয়ে গাইলেন জাতীয় সংগীত। যার ভিডিও নোবেল নিজেই পোস্ট করেছেন ফেসবুক পেইজে।

নেটিজেনরা ধারণা করছিলেন, নিজের বোধদয় কিংবা পুলিশের চাপে মানসিক চিকিৎসার জন্য উক্ত হাসপাতালে গেছেন নোবেল। আবার অনেকেই ভেবেছেন, এই ভিডিও সম্ভবত আগের। সত্যতা জানার জন্য নোবেলের সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যাচ্ছিলো না ফোনে।

অবশেষে সন্ধ্যা ৬টা নাগাদ নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নুর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি জানান, নোবেল মূলত বেড়াতে বের হয়েছেন। তারই অংশ হিসেবে আজ পাবনা গেছেন এবং মানসিক হাসপাতালটাও ভিজিট করেন!

নোবেলের বাবা বলেন, ‘চিকিৎসা বা ভর্তি হওয়ার জন্য নয়, ও বেড়াতে গেছে পাবনা। ওখান থেকে যশোর, কুষ্টিয়া, গোপালগঞ্জ হয়ে ঢাকায় ফিরবে। সঙ্গে ওর স্ত্রীও আছে।’

সাবেক এই উপজেলা চেয়ারম্যান খানিক বিরক্তিও প্রকাশ করেন। জানান, সব সাংবাদিক তাকে ফোন করে বিব্রত ও বিরক্ত করছেন।

এর আগে গতকাল (১৯ মে) দিনভর পুলিশের সাইবার ইউনিটের মুখোমুখি ছিলেন নোবেল। নিজের সব দায় স্বীকার করেন। পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বুধবার (১৯ মে) দুপুরের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ডিভিশন তাকে ডেকেছিল। পরে তিনি ডিএমপির সদর দফতরে এসে সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এই ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিন তিনি বলেন, ‘গায়ক নোবেল ও তার ভেরিফায়েড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যে অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে মতামত, সম্মতি ও পরামর্শক্রমে এই বিষয়ের একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles