দুমকিতে কৃত্রিম প্রজনন ও ভ্রুন স্থানান্তর ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষনের উদ্বোধন

| আপডেট :  ০৭ জুন ২০২১, ০৬:৩৬  | প্রকাশিত :  ০৭ জুন ২০২১, ০৬:৩৬

জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: দুমকি উপজেলা প্রানীসম্পদ হাসপাতালের উদ্যোগে ৭ জুন সোমবার সকালে ৩দিন ব্যপী গবাদিপশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ, ভ্রুন স্থানান্তর ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দুমকি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পটুয়াখালী জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাড এইচএম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, উপজেলা সম্প্রসারন কর্মকর্তা মশিউর রহমান ও উপ সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শহিদুল আলম প্রমুখ।

উল্লেখ্য দুমকি উপজেলার বিভিন্ন খামারের ৪০ জন সদস্যদের ৭জুন থেকে ৯জুন ২০২১ খ্রীঃ পর্যন্ত ৩ দিন ব্যপী উক্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত