যান্ত্রিক ত্রুটির কবলে কমলা হ্যারিসের বিমান, জরুরি অবতরণ

| আপডেট :  ০৭ জুন ২০২১, ০৬:২৬  | প্রকাশিত :  ০৭ জুন ২০২১, ০৬:২৬

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে গিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় রবিবার (৬ জুন) সন্ধ্যায় তিনি গুয়েতেমালায় পৌঁছান। তার আগে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমান থেকে নামার পর ওয়াশিংটনের উপকণ্ঠে জয়েন্ট অ্যান্ড্রু বেসে সাংবাদিকদের কমলা হ্যারিস বলেন, আমি ভালো আছি। আমরা সবাই প্রার্থনা করেছি এবং সবাই ভালো আছি।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র সিমন স্যান্ডার্স জানান, জরুরি অবতরণের পর অন্য বিমানে করে কোনো বিলম্ব ছাড়াই স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কমলা হ্যারিস নিরাপদে গুয়েতেমালায় পৌঁছান।

তিনি আরো জানান, তারা এয়ার ফোর্স টু বিমানে করে গুয়েতেমালার উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু উড্য়নের পরপরই ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে অন্য কোনো সমস্যা ছিল না। তখন বিমানটি জরুরি অবতরণ করে।

কমলার সফরসঙ্গী এক সাংবাদিক জানান, উড্ডয়নের পর ক্রুরা দেখতে পান ল্যান্ডিং গিয়ার থেকে অস্বাভাবিক রকমের শব্দ হচ্ছে।

গুয়েতেমালা ও মেক্সিকো সফরকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এসব অঞ্চলে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের টিকা সরবরাহ নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া সীমান্তে অভিবাসীদের ভিড় নিয়েও কথা বলবেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত