প্রতীকের ‘ভ্যালেন্টাইন গান’-এ সাহিল ও সেতু

| আপডেট :  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৪  | প্রকাশিত :  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৪

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : ভ্যালেন্টাইনকে সামনে রেখে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান।  গানের শিরোনাম ‌ভ্যালেন্টাইন সং’।  দর্শকপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ-এর কথায় সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শামীম মাহমুদ।  বুধবার বিএফডিসির ১নং ফ্লোরে গানটির ভিডিওটি নির্মাণ করা হয়। তালুকদার মাল্টিমিডিয়া ও ফ্রেন্ডস আই মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় গানটির পরিচালনা ও কোরিওগ্রাফার হিসাবে ছিলেন এ কে আজাদ।  গানটিতে মডেল হিসাবে ছিলেন রেজমিন সেতু, সাহিল তালুকদার ও জিত মজুমদার।

প্রতীক হাসান বলেন, ভ্যালেন্টাইনকে সামনে রেখে নতুন একটি গানের মিউজিক ভিডিও নির্মিত হল।  ভ্যালেন্টাইনডে’তে গানটি মুক্তি পাবে। গানটির কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শিল্পী হিসাবে আমি ভীষণ সন্তুষ্ট। খুব আশাবাদী গানটি নিয়ে। বরাবরের মতো দর্শক ভিন্ন কিছু পেতে যাচ্ছে।

একে আজাদ বলেন, গানের ভিডিওতে ৫০ ছেলে-মেয়ে অংশ নিয়েছে। তাছাড়া গানের মডেল হিসেবে এ প্রজন্মের রেজমিন সেতু ও সাহিল তালুকদার  । খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে গানচিত্রটি মুক্তি পাবে। আশা করছি দর্শক গানটি পছন্দ করবে।

সাহিল তালুকদার বলেন, এই গানের মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি সবসময়ই আমার প্রতিটি মিউজিক ভিডিওতে কিছু একটা এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি।  তাছাড়া খুব পছন্দের শিল্পী প্রতীক হাসান। যার গান দর্শকের মুখে সবসময় থাকে তার গানে কাজ করাটা পরম ভাগ্যের। গানটি সবার ভালো লাগবে।  তাছাড়া গানটি যখন দর্শক শুনবে তখন বুজবে। ভ্যালেন্টাইনে বিগ ধামাকা গান।

সেতু বলেন, আমাদের দেশের অন্যতম প্রতিভাবান গায়ক প্রতীক হাসান। তার কণ্ঠের গানে মুগ্ধ হই। এই প্রথম তার গানে মডেল হয়েছি। গানটি কথা বেশ দারুণ। আশা করছি সবার ভালো লাগবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত